‌‘গার্ল গ্যাং’ নিয়ে কারিশমার ৪৭তম জন্মদিন সেলিব্রেশন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারিশমা কাপুর

কারিশমা কাপুর

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন কারিশমা কাপুর। তবে নানা কারণে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন বলিউডের এই অভিনেত্রী।

অমৃতা আরোরার শেয়ার করা ছবিটি

আজ (২৫ জুন) এই বলি সুন্দরীর জন্মদিন। ৪৭ বছরে পা দিলেন কারিশমা কাপুর। বিশেষ এই দিনটি ‘গার্ল গ্যাং’ নিয়ে সেলিব্রেট করলেন কারিশমা।

বিজ্ঞাপন

কারিশমার ‘গার্ল গ্যাং’ সম্পর্কে কম বেশি সকলেরই জানা। যে গ্যাংয়ের সদস্য হলেন বোন কারিনা কাপুর খান, মালাইকা আরোরা ও তার বোন অমৃতা আরোরাসহ আরও কয়েকজন বান্ধবী।

কারিশমা কাপুর

৪৭তম জন্মদিন উপলক্ষে ‘গার্ল গ্যাং’র সদস্যদের নিয়ে মধ্যরাতে কেক কেটেছেন কারিশমা কাপুর খান।

বিজ্ঞাপন

বান্ধবীর জন্মদিন সেলিব্রেশনের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অমৃতা আরোরা। যেখানে বার্থডে গার্লের সঙ্গে দেখা গেছে তাকে। ছিলেন কারিনা ও তাদের এক বান্ধবীকে।

কারিশমা কাপুর

শেয়ার করা ছবির ক্যাপশনে অমৃতা লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা কারিশমা। তুমি আরও জ্বলজ্বল করো। আর ভিনটেজ ওয়াইনের মতো সুন্দর হয়ে ওঠো।’