করা হবে মিমির স্বাস্থ্য পরীক্ষা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

ভ্যাকসিন জালিয়াতির শিকার হয়েছেন মিমি চক্রবর্তী। গত ২২ জুন কসবার নিউ মার্কেট এলাকার একটি ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে কোভিড ভ্যাকসিন নেন মিমি। কিন্তু পরে তিনি জানতে পারেন কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই এই টিকাকরণ কেন্দ্রটি চলছিলো।

ভ্যাকসিন নিচ্ছেন মিমি চক্রবর্তী

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুয়া আইএস অফিসার দেবাঞ্জন দেবের উদ্যোগে আয়োজিত ওই কেন্দ্রের টিকার কোনও ভায়ালেই ছিলো না ম্যানুফ্যাকচারিং বা এক্সপায়ারি ডেট। গায়েব ছিলো ব্যাচ নাম্বারও।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, করোনা ভ্যাকসিনের পরিবর্তে পাউডারের সঙ্গে পানি মেশানো তরল পদার্থ কিংবা অ্যামিকাসিন দেওয়া হয়েছে। তাই মিমির শরীরে কী বইছে পাউডার গোলানো পানি নাকি অ্যামিকাসিন? তা জানতে আজই স্বাস্থ্য পরীক্ষা হবে টালিউডের জনপ্রিয় এই তারকার।

মিমি চক্রবর্তী

জানা গেছে, রক্তপরীক্ষাসহ একাধিক টেস্টের নমুনা সংগ্রহ করা হবে মিমি চক্রবর্তীর। যদিও মিমি চক্রবর্তী এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন, ওই কেন্দ্র থেকে টিকা নেওয়ার পর তার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।