প্রেমিকা নয়, বোনের নামের ট্যাটু করালেন অর্জুন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অর্জুন কাপুর ও আনশুলা কাপুর

অর্জুন কাপুর ও আনশুলা কাপুর

ফ্যাশন জগতে ট্যাটু বা উল্কি শব্দটি বহুল প্রচলিত। গ্ল্যামার ওয়ার্ল্ডের খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী হোক বা ক্রিকেটার অনেককেই শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু করাতে দেখা যায়। আবার অনেককে দেখা যায় হাতে ট্যাটু করে প্রেমিক বা প্রেমিকার নাম চিরস্থায়ীভাবে লিখে রাখতে।

অর্জুন কাপুরের হাতে বোন আনশুলা কাপুরের নামের ইংরেজি অক্ষর

সম্প্রতি নিজের হাতে একটি ট্যাটু করিয়েছেন অর্জুন কাপুর। তবে সেই ট্যাটুতে প্রেমিকা মালাইকা আরোরা নয়, বলিউডের এই অভিনেতা লিখেছেন তার বোন আনশুলা কাপুরের নামের প্রথম অক্ষর ‘এ’।

বিজ্ঞাপন

ছোট বোন আনশুলাকে নিজের থেকেও বেশি ভালোবাসের অর্জুন কাপুর। বহুবার বহু সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছেন এই বলি তারকা।

অর্জুন কাপুর ও আনশুলা কাপুর

স্কুল, কলেজ, পার্টি, ভ্রমণ, আড্ডা সবখানেই বোনের সঙ্গী হিসেবে থাকেন অর্জুন কাপুর। বোনকে ছাড়া যেনো একটি মুহূর্তও ভাবতে পারেন না তিনি।

বিজ্ঞাপন

কাজের দিক থেকে এই মুহূর্তে অর্জুনের হাতে রয়েছে ‘ভূত পুলিশ’ ছবির শুটিং। এতে তার বিপরীতে দেখা যাবে সাইফ আলি খান, ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্দেজকে।