তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না: মাহিয়া মাহি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বামী অপুর সঙ্গে মাহিয়া মাহি

স্বামী অপুর সঙ্গে মাহিয়া মাহি

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে স্বামী অপুর সঙ্গে সংসার জীবনের ইতি টানছেন বলে ঘোষণা দিয়েছিলেন মাহিয়া মাহি।

স্বামী অপুর সঙ্গে মাহিয়া মাহি

ওই ফেসবুক পোস্টে মাহি লিখেছিলেন, “এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।”

বিজ্ঞাপন

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছিলেন, “পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।”

বিজ্ঞাপন

কিন্তু সংসার ভাঙনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর আজ (২০ জুন) ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী জানালেন অপুকে ছাড়া তিনি কাউবে ভাবতে পারেন না।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মাহি লিখেছেন, “তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখতো অন্যদিকে যায় না।”

মাহিয়া মাহি

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে।