ভক্তের আঁকা ছবি শেয়ার করে ট্রোলড জয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান

জয়া আহসান

সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই ভক্তদের আঁকা ছবি শেয়ার করে থাকেন তারকারা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে রাকা ব্যানার্জী নামে এক ভক্তের আঁকা ছবি শেয়ার করেছিলেন জয় আহসান। এরপরই এপার-ওপার দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে ট্রোল শুরু হয়েছে।

রাকা ব্যানার্জীর আঁকা ছবি

রাকা ব্যানার্জীর আঁকা ছবিটিতে দেখা যাচ্ছে, পদ্ম ফুলের মাঝে জয়া আহসান। যার ক্যাপশনে রাকা লিখেছেন, ‘কমলে কামিনী’।

বিজ্ঞাপন

কিন্তু রাকা তার আঁকা ছবিতে দুটির বদলে তিনটি চোখ দিয়েছেন জয়ার। ঠিক যেমনটি থাকে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার কপালে। আর এতেই ঘটে বিপত্তি।

জয়া আহসান

একজন মুসলিম হওয়া সত্ত্বেও জয়া আহসান কেনো এই ছবিটি শেয়ার করলেন এমনটাই প্রশ্ন নিন্দুকদের।

বিজ্ঞাপন

একজন লিখেছেন, “জয়া আহসানকে এখন শুধুমাত্র দুর্গা বানিয়ে পূজা করতে বাকি আছে, ভবিষ্যতে তাও মনে হয় হবে। অতীতে বলিউডের অনেক নায়িকাকে দুর্গা মূর্তি বানিয়ে পূজা করেছে। এখন আমাদের দেশের সুন্দরী মেয়েদের পিছনে লাগছে। দাদাবাবুদের বলি ভাই, তোরা এইসব নিয়ে যা। একেবারেই নিয়ে পূজা কর, যা ইচ্ছা তাই কর। কিন্তু দুই দিন পরপর এইসব নষ্টামি করিস না।”

জয়া আহসান

আরেকজন আবার কটাক্ষ করে লিখেছেন, “এ কেমন ছবি এ যেন রাণু মণ্ডলকেও হার মানাবে।”

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি জয়া আহসান।