ইন্দ্রনীল-বারখার সংসারে ভাঙনের সুর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখা

ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখা

ভাঙনের সুর শোনা যাচ্ছে তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখার সংসারে। শোনা যাচ্ছে- গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা।

ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখা

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- টলিউড অভিনেত্রী ইশা সাহার সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া চলছে ইন্দ্রনীলের। তারই জের ধরে নাকি ১৩ বছরের সংসার জীবনে ইতি টানতে যাচ্ছেন এই তারকা দম্পতি।

বিজ্ঞাপন
ইশা সাহা

ইন্দ্রনীল-ইশার প্রেম কাহিনির শুরুটা মাস ছয়েক আগে। সেসময় ‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছিলেন তারা। সেই ছবির সেট থেকেই দু’জনের বন্ধুত্ব নাকি বেশ গাঢ় হয়ে উঠেছে।

ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখা

এদিকে, গত মার্চে ১৩তম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ইন্দ্রনীল-বারখা। তারপর থেকে বারখার প্রোফাইল ইন্দ্রনীলহীন, অন্যদিকে ইন্দ্রনীলের ইনস্টাগ্রাম পোস্টেও দেখা মিলছে না স্ত্রীর। যদিও দু’জনেই চুটিয়ে নিজেদের এবং তাদের একমাত্র সন্তান মীরার ছবি শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, বিচ্ছেদের বিষয়টিকে অস্বীকার করেছেন ইন্দ্রনীল-বারখা।

মেয়ে মীরার সঙ্গে ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখা

অন্যদিকে, এ প্রসঙ্গে ইশাকে প্রশ্ন করা হলে তিনি হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “এই ব্যাপারটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার জীবনে এরকম কিছু ঘটছে বলে অন্তত আমি নিজে জানি না।”

ভালোবেসে ২০০৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইন্দ্রনীল ও বারখা। মীরা নামে এই তারকা দম্পতির একটি সন্তান রয়েছে।