পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে: জয়া
বিনোদন
ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে। রোববার (১৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরী নিজেই এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছেন।
এরপর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনার বিবরণ দিয়েছেন এবং বিচার চেয়েছেন তিনি। কিন্তু চারদিন আগে বিভিন্ন সহকর্মী ও শিল্পী সমিতিকে বিষয়টি জানিয়েও কাউকে পাশে পাননি তিনি। তবে সেই ঘটনা যখন সবার সামনে এলো তখন সাড়া দিতে শুরু করলেন সকলেই। জানালেন প্রতিবাদ। আর তাদের একজন অভিনেত্রী জয়া আহসান।
বিজ্ঞাপন
পরীমনির সঙ্গে ঘটে যাওয়া এই বাজে ঘটনাটি জানার পর জয়া আহসান তার ফেসবুক পেজে লিখেছেন, “পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে। একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো? এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপণার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে—তা সে যে–ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।”
শিল্প-সংস্কৃতির কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন-২)’ অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল (১৭ জানুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘হলিডে ইন’-এ। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।
স্বপ্ননিবাস প্রেজেন্ট ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-২’তে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
চলচ্চিত্রশিল্পে ২৫ বছর পার করার জন্য সিলভার জুবিলী অ্যাওয়ার্ড পেয়েছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য বিশেষ পুরষ্কার পেয়েছেন প্রখ্যাত শিল্পী ফাতেমা তুজ জোহরা, রিজিয়া পারভীন ও রবি চৌধুরী।
এক দশকের সেরা তারকার পুরস্কার পেয়েছেন- মডেলিংয়ে পিয়া জান্নাতুল, আধুনিক গানে ন্যান্সি ও পপ গানে মিলা।
আর বছরের সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার (শরতের জবা), সেরা নাটকের নির্মাতার পুরস্কার পেয়েছেন মহিদুল মহিম (দ্বিধা)। সেরা সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন আভরাল সাহির (গান: ফিরবো কোথায়)।
চলচ্চিত্রের সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জিয়াউল রোশান (অপারেশন সুন্দরবন) ও মাসুমা রহমান নাবিলা (তুফান)।
নাটকের সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন খায়রুল বাসার (শাস্তি) ও সাবিলা নূর (তুমিহীনা)।
ওয়েব ফিল্মের সেরা অভিনেতা ও অভিনেত্রী হলেন সজল নূর (পাফ ড্যাডি) ও রুনা খান (আন্তঃনগর)।
ওয়েব সিরিজের সেরা অভিনয়শিল্পী আজিজুল হাকিম (দ্য সাইলেন্স) ও মৌসুমী হামিদ (গুটি)।
সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ, সেরা কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সেরা ইভেন্ট অর্গানাইজার শাহরিয়ার স্বপন (বাইফা), সেরা ফটোগ্রাফার দিয়া আহসান, সেরা ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী (ব্র্যান্ড: সানায়া কুটর) ও সেরা নবাগত অভিনয়শিল্পী সেমন্তী সৌমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
কখনোই গড়পড়তা কাজে তাকে পাওয়া যায়নি। শুরু থেকেই কাজ করছেন বেছে বেছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। আজও সেই ধারা অব্যাহত রেখেছেন।
তার শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। তবে নাটক এবং সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার কথা। দুই পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বিচারকের আসনে।
জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
উচ্ছ্বসিত কণ্ঠে সোহানা সাবা বলেন, ‘বৃহন্নলা সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। এরপর বেশ কয়েকবার এই উৎসবে জুরি হিসেবে ডাক পাই।
কিন্তু ব্যস্ততার কারণে সময় মেলাতে পারিনি। আমি জানি এটা সর্বোচ্চ সম্মানের বিষয়। তারপরেও সুযোগ মেলেনি যে কারণে খুব ভদ্রতার সঙ্গে তাদের ‘না’ বলে দিয়েছি প্রতিবার। কিন্তু আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রস্তাব দেয়া হলো জুরি হতে। পাওয়া মাত্রই লুফে নিয়েছি।’
অভিনেত্রী আরো বলেন, ‘আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ উপহার দেব। বিশ্বাস করুন আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে আপনাদের সবার মুখ রক্ষা করব।’
জানা গেছে, ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে আজ থেকে (১৭ থেকে ২১ জানুয়ারি)। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘হলিডে ইন’-এ চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।
এই আসরে সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতায় ১৪ বছর সফলতার সঙ্গে কাজ করে স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন বার্তা২৪.কমের সিনিয়র নিউজরুম এডিটর আল মাসিদ (রণ)।
তিনি বলেন, ‘সাংবাদিকতা দিয়েই ক্যারিয়ার শুরু, এখনো সেই কাজটিই ভালোবেসে করছি। কাজের জন্য সম্মান ও স্বীকৃতি পাওয়া সবার জন্যই ভীষণ আনন্দের। ২০২০-এ ‘আলী যাকের সম্মাননা’ পেয়ে যেমন ভালো লেগেছিল, এবার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেয়েও একই রকম অনুভূতি হচ্ছে। অতীতের মতো আগামীতেও নিজের কাজটি সততার সঙ্গে করে যেতে চাই। কাজের পরিসরকে আরও বিস্তৃত করতে চাই। এই পুরস্কারপ্রাপ্তির জন্য আমার পরিবার, বার্তা২৪.কম এবং এর আগে যতোগুলো গণমাধ্যমে কাজ করেছি সবার প্রতি কৃতজ্ঞতা। কারণ তারা আমাকে স্বাধীনভাবে কাজটি করার সুযোগ দিয়েছেন। শিল্পাঙ্গনের সব শিল্পী, কলা-কুশলীদের প্রতিও কৃতজ্ঞতা, তারা আমাকে সহজভাবে গ্রহণ করেছেন বলেই কর্মক্ষেত্র মসৃণ হয়েছে।’
প্রসঙ্গত, আল মাসিদ (রণ) ২০১০-এ ছাত্রবেলাতেই সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা শুরু করেন। তিনি দেশের স্বনামধণ্য গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক যায় যায় দিন, দৈনিক ভোরের পাতা, দৈনিক ডেসটিনি, বিডিনিউজ২৪.কম ও বার্তা২৪.কম-এ বিগত ১৪ বছর ধরে কাজ করেছেন।
সাংবাদিকতার বাইরে তিনি একজন থিয়েটার অ্যাকটিভিস্ট। এছাড়া দেশের অন্যতম সম্মানজনক একাধিক অ্যাওয়ার্ড শোতে জুরি বোর্ড মেম্বার ও মিডিয়া কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেয়েছেন সম্মানসূচক পুরস্কারও। এরমধ্যে রয়েছে বাংলাদেশে ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) ২০২৩, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ ও ২০২৪, গর্বিত বাবা সম্মাননা ২০২৩ ও ২০২৪ এবং বাংলাদেশ গ্রীণ লিফ কালচারাল ফোরাম (বিজিসিএফ) অ্যাওয়ার্ড ২০২৪।
উল্লেখ্য, স্বপ্ননিবাস প্রেজেন্ট ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-২’তে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় বলিপাড়ায় এখনো আতঙ্কের রেশ কাটেনি। তার মধ্যেই এবার ঘটল আরও একটি অঘটন। মুম্বাইয়ে একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ে ছাদের সিলিং ভেঙে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরসহ কয়েকজন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পিরিয়াল প্যালেসে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং করছিলেন অর্জুন কাপুর। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে।
যার জেরে শুধু অর্জুন কাপুরই নন, প্রযোজক জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসসির আজিজও আহত হয়েছেন। তারা সবাই কেমন আছেন, সেটা যদিও জানা যায়নি এখনো। কীভাবে ঘটে এই ঘটনা?
কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুরসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। এ ধরনের পুরোনো গাড়িগুলোকে তো আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি এটা ভেবে যে প্রযোজনা সংস্থার তরফে সব সুরক্ষা নিশ্চিত করা হবে।’
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল, সেটি বেশ পুরোনো ও ভগ্নপ্রায়। বেশ কিছুদিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে এই বিপত্তি।
তিনি আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির অন্য কলাকুশলীরাও অল্পবিস্তর আহত হয়েছেন। অশোক নিজেই কনুই ও মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গেছে।
সহচিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। তবে কারও চোট গুরুতর নয়, এ কথাও জানিয়েছেন তিনি। ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমাটি আগামী ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।