জ্যাকি ভাগনানির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
#মিটু নিয়ে বহুবাল উত্তাল হয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। নানা পাটেকর, অনুরাগ কাশ্যপ, সাজিদ খান, বিকাশ বেহেলের মতো একাধিক অভিনেতা-পরিচালকদের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ।
ফের একবার গ্ল্যামার জগতের প্রভাবশালীদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ২৮ বছরের এক মডেল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- জ্যাকি ভাগনানি-সহ মুম্বাইয়ের গ্ল্যামার জগতের একাধিক নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছেন ওই মডেল।
জানা গেছে, মডেলিংয়ের পাশাপাশি ওই নারী শিল্পী এবং গীতিকারও। ১০ মে তিনি বলিউডে প্রায় এক ডজন নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। মামলাটি প্রথমে আন্ধেরি থানাকে নথিভূক্ত করার নির্দেশ দিয়েছিলেন ডিসিপি মহেশ্বর রেড্ডি। মডেলের বয়ানও রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তা বান্দ্রার ডিসিপি জোন ৯ অফিসে স্থানান্তরিত করা হয়। কারণ বেশিরভাগ অভিযোগ সেই এলাকার আওতায় পড়ে।
ওই মডেলের অভিযোগ, ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একাধিকবার যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি। কেউ বাড়িতে ডেকে তো কেউ অফিসে অশালীন ব্যবহার করেছেন। কারও বিরুদ্ধে কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
শোনা গিয়েছে, মডেলের করা এফআইআরের অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি, ফটোগ্রাফার কলস্টন জুইয়ান, কেওয়ান এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা অনির্বাণ ব্লা, টি-সিরিজের কৃষাণ কুমার, আহা কোম্পানির সিইও অজিত ঠাকুর, জেরোধা কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত, প্রযোজক বিষ্ণু ইন্দুরির মতো ব্যক্তিত্বদের।
যদিও প্রায় প্রত্যেকেই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো ২৮ বছরের মডেলের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ এনেছেন অনেকে।