করণ-শাহরুখের পর এবার আনন্দর ছবি থেকে বাদ পড়ছেন কার্তিক!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আনন্দ এল রাই ও কার্তিক আরিয়ান

আনন্দ এল রাই ও কার্তিক আরিয়ান

সময়টা ভালো যাচ্ছে না কার্তিক আরিয়ানের। সম্প্রতি করণ জোহরের ‘দোস্তানা টু’ ও শাহরুখ খান প্রযোজিত ‘ফ্রেডি’ ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক। শোনা যাচ্ছে- এবার আনন্দ এল রাইও তার ছবি থেকে বাদ দিয়ে দিচ্ছেন বলিউডের এই অভিনেতাকে।

এ প্রসঙ্গে আনন্দ এল রাইয়ের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘কার্তিক এবং আনন্দের ছবি নিয়ে অনেকটাই আলোচনা হয়েছিলো। তিনি স্ক্রিপ্টও পড়েছিলেন, বিষয়বস্তু মুখেও শুনেছিলেন। কিন্তু সই করার আগের মুহূর্তেই সবকিছু ওলোটপালট হয়ে যায়।’

বিজ্ঞাপন

নতুন এই প্রোজেক্টে কেনো কার্তিকের সঙ্গে জুটি বাঁধলেন না আনন্দ তা এখনো অজানা।

জানা গেছে- ‘হয়তো করণ কার্তিককে বাদ দেওয়ার পর থেকেই অন্যান্যদের ওপর প্রভাব পড়েছে। সেক্ষেত্রে আনন্দের মতো সুপ্রতিষ্ঠিত পরিচালকও কাজ করতে চাইছেন না।’

বিজ্ঞাপন