স্নাতকোত্তর হলেন মাধুরীর বড় ছেলে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বামী ও সন্তানদের সঙ্গে মাধুরী দীক্ষিত

স্বামী ও সন্তানদের সঙ্গে মাধুরী দীক্ষিত

কিছুদিন আগেই নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এবার হাই স্কুল থেকে স্নাতকোত্তর হলেন মাধুরী দীক্ষিতের বড় ছেলে আরিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ছেলে আরিন ও রায়ান এবং স্বামী ডা.শ্রীরাম নেনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ছেলের স্নাতকোত্তর হওয়ার খবরটি নিজেই জানালেন মাধুরী।

বিজ্ঞাপন

মাধুরীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, স্নাতকোত্তর হওয়ার পর হাই স্কুলের বিশেষ ইউনিফর্মে রয়েছেন আরিন।

আরিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরও একটি পোস্ট করেন মাধুরী। সেখানে তাকে এবং বাকি ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে তিনি লেখেন, “নিজের স্বপ্নের পিছনে ক্রমাগত ছুটে চলো। তাহলে একদিন দেখবে চারপাশে পরিবর্তন আনার ক্ষমতা তুমি অর্জন করতে পেরেছো।”

বিজ্ঞাপন

এরপর মাধুরীর স্বামী ডা.নেনেও একটি টুইট করেন। সেই টুইটের মাধ্যমে জানা যায় উচ্চতর পড়াশোনার জন্য এবার বিদেশে পাড়ি দেবেন আরিন।