এ কি হাল অনুরাগের

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ

কিছুদিন আগেই হার্টের অস্ত্রোপচার করে বাড়ি ফিরেছেন অনুরাগ কাশ্যপ। ছিলেন বিশ্রামে। যার ফলে সোশ্যাল মিডিয়ায় থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন বলিউডের এই নির্মাতা।

কয়েকদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পর অবশেষে সামনে এলেন অনুরাগ কাশ্যপ। তবে নিজে থেকে নন। সম্প্রতি অনুরাগের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন তার মেয়ে আলিয়া। যেখানে এক অদ্ভূত লুকে দেখা গেছে এই নির্মাতাকে। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন সকলে।

বিজ্ঞাপন

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গেছে অনুরাগ কাশ্যপের সেই লুক।

অনুরাগের ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, তার মাথায় নেই একফোঁটা চুল, মোটা ভ্রু জোড়া লাগানো, গাল ভর্তি চাপদাড়ি, আর গলায় ঝুলছে মাস্ক।

বিজ্ঞাপন

গত সপ্তাহেই বুকে অসহ্য ব্যথা নিয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অনুরাগ কাশ্যপকে। এরপরই তার হার্টে বেশ কিছু ব্লকেজ ধরা পড়ে। তারপরই ‘গ্যাংস অফ ওয়াসেইপুর’ ছবির এই পরিচালকের অ্যানজিওপ্লাস্টি করা হয়।