বিশ্বের সেরা মার্শাল আর্টিস্ট তারকা বিদ্যুৎ জামওয়াল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যুৎ জামওয়াল

বিদ্যুৎ জামওয়াল

হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা রয়েছেন যারা কিনা স্ট্যান্ট ম্যানদের দিয়ে ছবিতে দেখানো স্ট্যান্টগুলো করে থাকেন। আবার অনেকে আছেন যারা শুধু ছবি নয়, বাস্তব জীবনেও নানা ধরনের স্ট্যান্ট করে তাক লাগিয়ে দেন সকলকে। তাদের একজন হলেন বিদ্যুৎ জামওয়াল।

বলিউডের এই অভিনেতা নিজের অভিনীত ছবিগুলোর স্ট্যান্টগুলো নিজেই করে থাকেন। তাছাড়া তিনি প্রায় সময় নানা ধরনের স্ট্যান্ট করে সেগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

বিজ্ঞাপন

চমকপ্রদ তথ্য হলো- বলিউডের এই অভিনেতা সম্প্রতি বিশ্বের সেরা মার্শাল আর্টিস্ট তারকাদের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

বিদ্যুতের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, তার পরেই রয়েছেন, জেট লি, জ্যাকি চান, ব্রুস লি, জনি ট্রি এনগুয়েন, স্টিভেল সিগাল, ডনি ইয়েন ও টনি জা।

বিজ্ঞাপন

ছবিটি শেয়ারের পর থেকেই সকলে বিদ্যুতের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। একজন মন্তব্য করে লিখেছেন, ‘আপনি সবসময় দেশকে গর্বিত করেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে নিয়ে গর্বিত।’