বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে গ্ল্যামারাস লুকে নিক-প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

প্রেমে থেকে শুরু করে বিয়ে এরপর থেকে প্রায় সবসময়ই চর্চায় থাকেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সম্প্রতি আরও একবার আলোচনায় আসলেন এই তারকা দম্পতি। গ্ল্যামারাস লুকে ধরা দিলেন বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে।

মাস খানেক লন্ডনে কাটানোর পর লস অ্যাঞ্জেলসে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপরই স্বামীর সঙ্গে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের লালগালিচায় হাঁটলেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন পিসি।

বিজ্ঞাপন

রোববার (২৩ মে) মাইক্রোসফট থিয়েটারের রেড কার্পেটে এই তারকা দম্পতির চোখ ধাঁধানো লুকে মুগ্ধ নেটদুনিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বোল্ড লুকের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে ‘ডলস অ্যান্ড গাবানা’র পোশাকের কালেকশনের সঙ্গে বুলগেরি জুয়েলারিতে দেখা গেছে অভিনেত্রীকে।

বিজ্ঞাপন
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

নিজের ছবির পাশাপাশি স্বামীর সঙ্গে তোলা ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সবুজ প্যান্টের সঙ্গে জ্যাকেট এবং শার্টে ধরা দিয়েছেন নিক।

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে যোগ দিয়েছিলেন তার দুই ভাই কেভিন ও জো। অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে জোনাস ব্রাদার্স পারফর্ম করেছেন ‘লিভ বিফোর ইউ লভ মি’ গানে।