ভাঙলো মাহির সংসার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপু

মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপু

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো অভিনেত্রী মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন। অপেক্ষা ছিলো শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে শনিবার রাত দেড়টার দিকে মাহি জানালেন তার সংসার ভাঙনের খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সংসার ভাঙনের বিষয়টি নিশ্চিত করে মাহি লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

বিজ্ঞাপন

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে।

বিজ্ঞাপন