২০২২ সালে হবে রণবীর-আলিয়ার বিয়ে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলিয়া ভাট ও রণবীর কাপুর

আলিয়া ভাট ও রণবীর কাপুর

দীর্ঘদিন ধরেই প্রেমের সাম্পানে ভাসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাই এই তারকা জুটি কবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এখন এমনটাই প্রশ্ন তার ভক্তদের মধ্যে। যদিও বা এরইমধ্যে বেশ কয়েকবার তাদের বিয়ে গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে বিষয়টি নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি রণবীর-আলিয়া।

সম্প্রতি আরও একবার শোনা গেলো রণবীর-আলিয়ার বিয়ের খবর। শোনা যাচ্ছে, এই তারকা জুটি তাদের আসন্ন ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’ মুক্তির আগেই নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের মধ্যেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া। জ্যোতিষী জগন্নাথ গুরুজি নাকি এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন।

তবে বিয়ের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য না করলেও একসঙ্গে থাকার জন্য বাড়ি তৈরি করছেন রণবীর-আলিয়া।

বিজ্ঞাপন