বুর্জ খলিফায় প্রদর্শিত হলো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’র টিজার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’র পোস্টার

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’র পোস্টার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা। সেখানেই প্রদর্শিত হলো এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’র টিজার।

এরইমধ্যে সেই ভিডিও ইউনিভার্সাল পিকচারস ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে।

বিজ্ঞাপন

একই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেছেন ছবির প্রধান অভিনেতা ভিন ডিজেল।

ভিন ডিজেল ছাড়াও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’-এ অভিনয় করেছেন মিশেল রড্রিগেজ, জন সিনা, জর্ডানা ব্রিউস্টার, নাথালি এমানুয়েল, সাং কাং, হেলেন মিরেন, শার্লিজ থেরন।

বিজ্ঞাপন

আগাম ২৫ জুন যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’। তার আগে আজ (১৯ মে) সাউথ কোরিয়ায় মুক্তি পাচ্ছে ছবিটি।