‘মিস ইউনিভার্স’র মুকুট জিতলেন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দ্রেয়া মেজা

আন্দ্রেয়া মেজা

‘মিস ইউনিভার্স-২০২০’র মুকুট জিতলেন মেক্সিকোর সুন্দরীর আন্দ্রেয়া মেজা।

আন্দ্রেয়া মেজা

১৬ মে ফ্লোরিডার গিটার হোটেলে বসেছিলো ‘মিস ইউনিভার্স’-এর ৬৯তম আসর। সেখানেই বিশ্বের ৭৩ জন সেরা সুন্দরীদের হারিয়ে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছেন আন্দ্রেয়া।

বিজ্ঞাপন

আন্দ্রেয়া মেজা এর আগে দক্ষিণ আফ্রিকা মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি ছিলেন।

মডেলিং-এর পাশাপাশি আন্দ্রেয়া একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। ২০১৭ সালে অটোনোমাস ইউনিভার্সিটি অব চিহুয়াহুয়া থেকে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশান করেন তিনি।

বিজ্ঞাপন
আন্দ্রেয়া মেজা

আন্দ্রেয়া মেজা লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গ সহিংসতা সম্পর্কে বেশ সোচ্চার।