ঈদে ১০ পর্বের ধারাবাহিক ‘দৌড়ের উপর’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘দৌড়ের উপর’ নাটকের দৃশ্য

‘দৌড়ের উপর’ নাটকের দৃশ্য

প্রতিনিয়ত আমরা বিভিন্ন স্থানে, বিভিন্ন লোকের সংস্পর্শে আসি, আমাদের এই যাত্রাকালীন সময়ে এমনও হয় আমরা এক পলকের জন্যও দৃষ্টিপাত করি না আমাদের পাশের লোকটি কেমন বা কে; অথচ এই অজানা লোকটির কারণে জীবনে ঘটে যেতে পারে উত্থান কিংবা পতন।

‘দৌড়ের উপর’ ধারাবাহিকের গল্পে তেমনি তিন চরিত্র বদি, আশরাফ ও হবি। পেশায় তারা যথাক্রমে চোর, উকিল এবং পুলিশের হাবিলদার। শত ব্যর্থতার মাঝেও তাদের প্রত্যেকের নিজ নিজ পেশা নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা। স্ব-স্ব ক্ষেত্রে বিখ্যাত হওয়ার বাসনায় তারা মগ্ন। জীবনের চাওয়া পাওয়া সহজ হলেও বাস্তবতা অনেক জটিল। এমনি জটিল ও নাটকীয় বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলে ধারাবাহিকের কাহিনী।

বিজ্ঞাপন

এবার ঈদে নাট্য নির্মাতা সোহেল তালুকদারের বিশেষ আকর্ষণ ১০ পর্বের ধারাবাহিক ‘দৌড়ের উপর’। এটি রচনা করেছেন পারভেজ ইমাম। ঢাকায় বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে কথা হলে পরিচালক সোহেল তালুকদার বলেন, ‘দৌড়ের উপর’ ধারাবাহিকের গল্পটি আমাদের চলমান জীবনের কঠিন বাস্তবতার প্রতিফলন।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, নওশীন আফরিন মীম, হান্নান শেলী, অবিদ রেহান, তুষার মাহমুদ, সূচনা শিকদার, শারমিন ইমু, আশরাফ কবির, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, মৃনাল দত্ত, সখরিয়া মন্ডল সখো, মীর্জা রাকিব, সাজন, কাঞ্চন সকাল, মিকাইল হাসান, তাপস ঘোষ, সাঈদ হোসেন, আসিফ আলম, আল সামাদ রুবেল, শাকিল আহমেদ, সাইদ হাসান।

মোহাম্মদ জামাল উদ্দিনের প্রযোজনায় ধারাবাহিকটি ঈদের প্রথম দিন থেকে টানা ১০ দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।