‘কেবিসি’র ১৩তম মৌসুম নিয়ে ফিরছেন অমিতাভ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শোগুলোর মধ্যে অন্যতম ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কেবিসি)। যেখানে কঠিন সব প্রশ্নের উত্তর দিয়ে প্রতযোগীরা জিতে নিতে পারে লাখ লাখ রুপি। আবার কেউ কেউ তো জিতে নেয় কোটি রুপিও।

তবে জনপ্রিয় এই শো’টির মূল আকর্ষণ হচ্ছেন এর সঞ্চালক অমিতাভ বচ্চন।

বিজ্ঞাপন

‘কৌন বানেগা ক্রোড়পতি’ প্রথম প্রদর্শন শুরু হয় ২০০০ সালে এবং অমিতাভ বচ্চন উপস্থাপন করেছিলেন অনুষ্ঠানটি। আর ভারতীয় টেলিভিশনে এটিই ছিলো বলিউডের এই মেগাস্টারের প্রথম উপস্থাপনা। এরপর দুই দশক ধরে শোটি সঞ্চালনা করছেন তিনি। শুধুমাত্র সিজন ৩-এ শাহরুখ খান সঞ্চালনা করেছিলেন।

চমকপ্রদ তথ্য হলো- শিগগিরই ‘কৌন বানেগা ক্রোড়পতির’ ১৩তম মৌসুম নিয়ে হাজির হতে যাচ্ছেন বিগ-বি। সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “কৌন বানেগা ক্রোড়পতি’র প্রশ্ন নিয়ে ফের একবার ফিরে আসছেন অমিতাভ বচ্চন। ১০ মে থেকে শুরু হচ্ছে ‘কেবিসি’র রেজিস্ট্রেশন।”

যদিও কবে থেকে শুটিং শুরু হবে অথবা কবে শো টিভিতে দেখা যাবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি চ্যানেলটির পক্ষ থেকে।