রাতেই ‘অপেক্ষা’

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

মিতু-তৌসিফ-তিশা

মিতু-তৌসিফ-তিশা


‘অপেক্ষা’, নতুন বাংলা নাটক। এর মূল চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, তানজিন তিশা এবং জাহারা মিতু।

নির্মাতা নাজমুল হক বাপ্পী। প্রযোজনায় সুমি আক্তার। তানিন রহমানের রচনায় এটি নির্মিত হয়েছে প্লে মিউজিকের ব্যানারে।


https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/05/1538721129064.jpg

গল্প যেমনঃ

ক্লাসের ফার্স্ট হওয়া একটি ছেলে তনয়। হতাশায় নিমজ্জিত হয়ে সম্পূর্ণ একঘরে হয়ে যায় সে। তার বাবা-মায়ের আক্ষেপ হয়, আফসোস হয়, কিন্তু তাদের যেন কিছুই বলার নেই। একটি দুর্ঘটনা তনয়ের জীবনটা এলোমেলো করে দিলো।

বিজ্ঞাপন

তার বান্ধবী মীরার মৃত্যু আর তার সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়া, এমন একটি সময় তনয়ের মায়ের এক আত্নীয় নীলা আসে তাদের বাসায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/05/1538721322397.jpg

সে খুঁজে বের করে তনয়ের এই নীরবতার কারণ। চেষ্টায় থাকে তনয়কে কী করে আবার আগের রুপে ফেরানো যায়। নীলা চলে যায় এক সময়। তনয়ও নিজেকে খুঁজে পেতে থাকে শুরু করে। সে অভাববোধ করে নীলার। আর অপেক্ষায় থাকে নীলার।

সে কি আসবে ফিরে?

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/05/1538721161919.jpg

এই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আজ (০৫ অক্টোবর ২০১৮) রাত ৯টা ৫ মিনিটে, এনটিভিতে।

‘অপেক্ষা’য় তৌসিফ, তিশা, মিতু ছাড়াও অভিনয় করেছেন মিলি, খায়রুল প্রমুখ।

কাজটি সম্পর্কে মিতু বলছেন-

একটি সুন্দর কাজ করা হলো এই নাটকে অভিনয় করে। তারুণ্য নির্ভর গল্প। কনসেপ্টটাই সুন্দর। তৌসিফ ও তানজিন তিশার সঙ্গেও কাজ করে মজা পেয়েছি। নাটকের পুরো টিম ছিলো দারুণ। এটি প্রচারে এলে উপভোগ করবেন দর্শক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/05/1538721189310.jpg

নাটকে ব্যবহৃত গানঃ

  • শিরোনাম- প্রেম আমার
  • গীতিকার- সুসমিতা বিশ্বাস
  • সুর-সংগীত- এন জে নয়ন
  • কন্ঠশিল্পী- সুমী ও নয়ন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/05/1538721233765.jpg

আরও পড়ুনঃ

হ্যালো খান সাহেব..

সাদাতের সঙ্গে আমান-তমা, কিন্তু কেন!

দুই প্রজন্ম একপর্দায়, আজ থেকেই

গায়ক যখন পরিচালক

মনে পড়ে তাদের কথা?