ঈদে হুমায়ূন আহমেদের ‘দুই শালিকের সুখ’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ

একটা সময় ঈদ আয়োজনে হুমায়ূন আহমেদের নাটক কিংবা টেলিছবি ছিল দর্শকদের জন্য বাড়তি আনন্দের। এর অংশ হিসেবে নন্দিত এই কথাশিল্পী অনেক জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। সেসব এখন স্মৃতি।

আনন্দের খবর হলো, আসন্ন রোজার ঈদে থাকছে তাঁর রেখে যাওয়া সৃষ্টিকর্ম নিয়ে নির্মিত বিশেষ টেলিফিল্ম। এর নাম ‘দুই শালিকের সুখ’। এটি পরিচালনা করেছেন ফেরদৌস হাসান রানা। অভিনয়ে সজল, সামান্তা, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান।

বিজ্ঞাপন

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ আজ জানিয়েছে, রোজার ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘দুই শালিকের সুখ’।

চ্যানেল আইতে এবারের ঈদের অনুষ্ঠানমালায় থাকছে আরও ৯টি নতুন টেলিফিল্ম।

ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সাইফুর রহমান কাজলের লেখা ‘তোমার টানে’ (আফরান নিশো, তানজিন তিশা)। ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে সোহেল আরমানের রচনায় ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ (অপূর্ব, সাবিলা নূর, সোহেল আরমান)। এগুলো পরিচালনা করেছেন নাজমুল রনি।

ঈদের পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে সঞ্জয় সমদ্দারের ‘অপহরণ’ ( তৌকীর আহমেদ, তাহসান খান, তানজিন তিশা)।

ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ত্রাশ মহল’ (ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন)।

ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে ‘হিরার আংটি’ (মোশাররফ করিম, সাবাবা শ্রেয়সী, আইরিন আফরোজ)। ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘কংকাল চোর’ (মোশাররফ করিম, মিলি)। এগুলো লিখেছেন রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনা করেছেন মেহেদি রনি।

ঈদের চতুর্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে থাকছে রাজিবুল ইসলাম রাজিবের ‘এক কথার মানুষ’ (রিয়াজ, শবনম ফারিয়া)।

ঈদের পঞ্চম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে মুনতাহা বৃত্তার রচনা ও খায়রুল পাপনের পরিচালনায় ‘কাফফারা’ (তানজিন তিশা, ইরেশ যাকের)।

ঈদের ষষ্ঠ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে থাকছে মিজানুর রহমান আরিয়ানের ‘চিরকাল’ (তওসিফ মাহবুব, সাফা কবির)।