তামিল গানে কণ্ঠ দিলেন দুলকার সালমান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুলকার সালমান

দুলকার সালমান

দক্ষিণী ছবির জগতে অন্যতম জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। পর্দায় অভিনয়ের পাশাপাশি গান গাওয়াতেও সমান পারদর্শী এই তারকা।

ইতিমধ্যেই নিজের অভিনীত বেশ কয়েকটি মালায়ালাম ছবিতে তার গাওয়া বেশ কয়েকটি গান দারুণভাবে গ্রহণ করেছে শ্রোতারা। এবার প্রথমবার তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন এই অভিনেতা। নাম ‘হে সিনামিকা।’

বিজ্ঞাপন

নতুন ছবিটিকে দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য কোনও কমতি রাখেননি তিনি। তাই তো ‘হে সিনামিকা’র একটি গানে কণ্ঠ দিয়েছেন দুলকার সালমান। এবারই প্রথম তামিল গান গাইলেন তিনি।

দুলকার সালমান

জানা গেছে মাত্র ৪৫ মিনিটে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন দুলকার সালমান। এ কারণে অভিনেতার ভূয়সী প্রশংসা করেছেন পরিচালক বৃন্দা।

বিজ্ঞাপন

‘হে সিনামিকা’র পরিচালককে ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন এ সবটুকুই সম্ভব হয়েছে তার ওপর পরিচালকের বিশ্বাস থাকার জন্য।

‘হে সিনামিকা’তে দুলকার সালমানের নায়িকা হিসেবে রয়েছেন কাজল আগারওয়াল।