টিকা নেওয়ার এক সপ্তাহ পর করোনা আক্রান্ত আশুতোষ রানা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আশুতোষ রানা

আশুতোষ রানা

করোনা ভ্যাকসিন নেওয়ার পর এখনও পর্যন্ত অনেক তারকাকেই এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আশুতোষ রানা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে, নববর্ষ এবং নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বলিউডের এই অভিনেতা লিখেছেন, ‘যদি আপনি খুব শুভ দিনে আপনার শরীরে রোগের সম্পর্কে জানতে পারেন, তবে এর চেয়ে ভাগ্যবান আর কিছুই হতে পারে না। দেবী দুর্গার আশীর্বাদ যে আমি আজ একটি সভায় জানতে পেরেছি যে আমি করোনায় আক্রান্ত।’

বিজ্ঞাপন

গত ৬ এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন আশুতোষ রানা। টুইটারে ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন তার স্ত্রী অভিনেত্রী রেনুকা সাহানে।

ভ্যাকসিন নেওয়ার এক সপ্তাহ পরই করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের এই অভিনেতা।

বিজ্ঞাপন