বিচারকের আসনে পিয়া

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

জান্নাতুল ফেরদৌস পিয়া

জান্নাতুল ফেরদৌস পিয়া

জান্নাতুল ফেরদৌস পিয়া, মডেল এবং অভিনেত্রী।

পেয়েছেন মিস বাংলাদেশ ও মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল পুরস্কার।

কাজ করছেন অভিনয়ের বিভিন্ন ক্ষেত্রেও।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538282766344.jpg


এবার হয়ে যাচ্ছেন প্রধান বিচারক!


ঘটনা হচ্ছে-

বিজ্ঞাপন

‘মিস কালচার অ্যান্ড ট্যুরিজম’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো।

এর আয়োজক ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম অ্যান্ড সার্ভিস- লিংকাস।

এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত করা হবে সেরা পাঁচজন প্রতিযোগী।

পিয়া জানাচ্ছেন-

এখান থেকে চূড়ান্ত হওয়া পাঁচ প্রতিযোগী বাংলাদেশের পর্যটন ও সংস্কৃতিকে উপস্থাপন করবেন চীনে।

সেখানে মিস ওয়ার্ল্ড কালচারাল অ্যান্ড ট্যুরিজম প্রতিযোগিতার আয়োজন হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538282795326.jpg

প্রতিযোগীতাটি শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।

আয়োজকরা জানাচ্ছেন-

প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী ৫ জন অক্টোবরের শেষ সপ্তাহে যাচ্ছেন চীনে। নভেম্বরের প্রথম সপ্তাহে শানঢং স্টেটের হাজাহ সিটিতে অনুষ্ঠিত হবে; মিস ওয়ার্ল্ড কালচারাল অ্যান্ড ট্যুরিজম প্রতিযোগিতা।

আপনিও কি অংশ নিতে চান এই আয়োজনে?

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538282823172.jpg

তাহলে আবেদন করতে পারবেন এখনই, এই লিংকে গিয়ে

নিবন্ধনের শেষ সময় ২ অক্টোবর।