রণবীর কাপুরের সঙ্গে কবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন আলিয়া ভাট? এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা চর্চা চলছে বলিউড মহলে। এর মধ্যেই পিচ রঙের লেহেঙ্গা, মাথায় ওড়না, কানে ঝুমকা, হাতে মেহেদী দিয়ে নববধূর সাজে দেখা গেলো আলিয়া ভাটকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন যেনো আরও জোরালো হয়।
গুঞ্জন জোরালো হবে না কেনো? কারণ বলিউডের এই সুন্দরীর হাতে মেহেদীর ডিজাইন ফুটিয়ে তুলেছেন সেলিব্রেটি মেহেদী শিল্পী বীণা নাগডাকে। তিনি দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা ও বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালসহ আরও বহু তারকার হাতে মেহেদী দিয়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, মলদ্বীপ যাওয়ার আগে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে উপস্থিত হয়েছিলেন আলিয়া। শুট শেষে নিজের ভ্যানিটি ভ্যানে যাওয়ার সময় পাপারাজ্জিরা লেন্সবন্দি করেন আলিয়ার ‘নববধূ’র লুক।
আলিয়া-রণবীরকে দেখা যাবে অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। গত বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও হয়নি। কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।
জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলেই উল্লেখ করেন তিনি।
গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে তা তোয়াক্কা করেননি তিনি। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ উঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। যার পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার। এ নিয়ে গণমাধ্যমে আপাতত বিস্তারিত কিছু না বলতে চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।
এ নিয়ে জানতে নিপুণের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও তাতে সাড়া মেলেনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল প্রকাশের দিন হেরেও প্রশংসিত হয়েছিলেন নিপুণ। কেননা বিজয়ী কমিটির প্রধান দুইজনকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন তিনি। তবে ভেতরে ভেতরে যে নির্বাচিতদের মানতে পারেননি তার প্রমাণ মিলেছে নির্বাচনের প্রায় এক মাস পর। নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন তিনি।
সেইসঙ্গে সাধারণ সম্পাদক ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন। এর প্রতিবাদে গত মে মাসে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মিছিলের ব্যানারে নায়িকা নিপুণের গলায় জুতার মালার ছবি ব্যবহার করে বেশ কয়েকজন সিনিয়র-জুনিয়র শিল্পী এফডিসিতে মিছিল করেন। নিপুণের বহিষ্কারের খবরে সন্তুষ্ট তারা।
নানা ইস্যুতে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়েন এই চিত্রনায়িকা। কখনো শিল্পী সমিতির নির্বাচন কিংবা পদ নিয়ে, কখনো বা ভিন্ন ইস্যুতে। সম্প্রতি মিথ্যাচার করে আরও একবার বিতর্কিত হয়েছন তিনি।
গত ১০ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আটকের খবর সত্য নয় দাবি করেন অভিনেত্রী। তবে বিমানবন্দরের বেশকিছু ফুটেজে তাকে দেখা যায়। বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নিপুণ। বিশেষ করে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে নানা নীল নকশার ছক আঁকার অভিযোগ তার বিরুদ্ধে। বর্তমানে দেশে আত্মগোপনে রয়েছেন নিপুণ।
‘সবার জন্য ফ্যাশন’ প্রতিপাদ্যে তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে হয়ে গেলো আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর। চার দিনের এই আয়োজন শেষ হয়েছে গত ১৯ জানুয়ারি।
আর সেই সমাপনী দিনেই শো স্টপার হিসেবে র্যাম্পের মঞ্চ আলোকিত করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান।
রুনা খান প্রতিনিয়ত নিজের ফ্যাশনকে ছাড়িয়ে নতুন দিগন্ত ছুঁয়ে যাচ্ছেন যেন। আর্কার এই লুকটিও ছিলো তেমন। এমন লুকে আগে কখনোই তাকে দেখা যায়নি। কারণ, আর্কা ফ্যাশন উইক মূলত তরুণ প্রজন্মের রাখঢাকহীন ফ্যাশনের জন্য আলাদাভাবে পরিচিতি পেয়েছে। এমনকি এবারের আসরে দর্শকদের স্ট্রিট ফ্যাশন শো’ও সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় এসেছে।
রুনা খান আর্কা ফ্যাশন উইকের মঞ্চে ওঠেন তরুণ নারী ফ্যাশন ডিজাইনার তানহা শেখের নিজস্ব ব্র্যান্ড ‘তান’-এর এক্সক্লুসিভ কালেকশন গায়ে জড়িয়ে। নেভি ব্লু রঙের ভিন্ন কাটিং প্যাটার্নের অফ সোল্ডার শর্ট গাউনটিতে রুনাকে একেবারেই অন্য রকম লাগছিলো। এদিন তার মেকাপ করেছে এলিগেন্ট লুক বাই সামিনা সারা। র্যাম্প কোরিওগ্রাফি করেছেন আজরা মাহমুদ।
এই শোতে হাটা নিয়ে রুনা খান বার্তা২৪.কমকে বলেন, ‘আমি মনে করি শিল্পীদের হতে হয় সকল শ্রেণি, পেশা, ধর্ম, বয়স, স্থান ও কালের। তাই আমি আর্কা ফ্যাশন উইকে একেবারে তরুণ প্রজন্মের সঙ্গে মিশে যেতে চেয়েছি। আমাকে যখন ডিজাইনার তানহা এই শোটির জন্য অ্যাপ্রোচ করেছিলো, আমি তা সানন্দে গ্রহণ করি। কারণ, তারা একেবারেই নতুন প্রজন্মকে রিপ্রেজেন্ট করে। আমি তাদের সঙ্গেই পথ চলতে চাই। তরুণদের সঙ্গে সময় কাটানো মানে নিজেকে আরও বেশি সতেজ করে তোলা। তাছাড়া তরুণ প্রজন্মের ডিজাইনারদের মধ্যে আমার কাছে যে দুই তিনজন ডিজাইনারকে সবচেয়ে ভালো লাগে তারমধ্যে তানহা একজন। সবমিলিয়ে আমার অভিজ্ঞতা দারুণ ছিলো।’
মিলেনিয়াল, জেন জি ও জেন আলফা-ফ্যাশনপ্রেমী নানা বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে উঠেছিলো এবারের আর্কা ফ্যাশন উইক। জমজমাট ছিল আয়োজনের মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও ফুড জোন। দিনব্যাপী চলেছে রিকশা পেইন্টিং, কাঁথা স্টিচ ইত্যাদি বিষয়ে মাস্টারক্লাস। এছাড়া ছিল জমকালো ফ্যাশন শো।
নতুন ডিজাইনারদের পোশাকে দেখা গেছে টেকসই, পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান। সৃজনশীল নবাগত ডিজাইনাররা পশ্চিমা পোশাকে ব্যবহার করেছেন ডেনিম, লেদার, গামছা প্রিন্ট, কাপড়ের পুতুল, বেনারসি ও পাট।
দর্শনার্থীদেও পোশাকেও দেখা গিয়েছে ভিন্নতা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে গতানুগতিক ধারার বাইরে কেউ শাড়ি পরেছে কুঁচি ছাড়া পেঁচিয়ে, কেউ ব্লাউজের পরিবর্তে পরেছে শার্ট, টপ বা জ্যাকেট, কেউবা দেশি শাড়ির সঙ্গে পরেছে পশ্চিমা ধাঁচের গয়না। শাড়িতে কিছুটা ভিন্নতা যোগ করতে শাড়ির সঙ্গে লেদার, মেটাল, কড়িসহ বিভিন্ন ধরনের বেল্ট পরেছেন অনেকে। কয়েকজন পুরুষ দর্শনার্থীকে দেখা যায় প্যান্ট ও জ্যাকেটের সঙ্গে শাড়ি পরতে। এ ছাড়া মাথায় ব্যান্ডানা পরেছেন কেউ কেউ। দর্শনার্থীদের পোশাকে বোহেমিয়ানের দেখা মিলেছে আজ। সোশ্যাল মিডিয়ার ভোটের মাধ্যমে এই অংশগ্রহণকারীদের মধ্য থেকে ঘোষণা করা হয় বিজয়ী।
গতকাল ১৯ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত রিয়েল লিংকি মিউজিক চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড শোতে টিভি অভিনেত্রী ও মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
তার একদিন পর অর্থাৎ আজ সোমবার দুপুরে ওই অ্যাওয়ার্ড শো-এর সাজের কিছু ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেই পোস্টে তিনি মনে করিয়ে দিলেন যে, সব ধরণের কাজের জন্য তিনি সেরা ও যোগ্য।
আশনা হাবিব ভাবনা লিখেন, নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য। আমি যোগ্য, সেরাটা পাওয়ার জন্য উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি যা আমি প্রতিদিন সকালে অভিনয়ের আগে নিজেকে বলি।’
মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম নাটকে অভিনয় শুরু করেন আশনা হাবিব ভাবনা। ‘আমাদের নুরুল হুদা’ নামের সেই নাটকটিই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাঝে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন।
‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। এরপর ‘লাল মোরগের ঝুঁটি’, ‘যাপিত জীবন’ (নির্মাণাধীন), ‘দামপাড়া’ (মুক্তির অপেক্ষায়), ‘পায়েল’ (নির্মাণাধীন) ছবিতে অভিনয় করেন।
তার একেবারেই ভিন্ন দুটি রূপ। রেসলিং-এর ময়দানে তিনি রাজা, তিনি বিদ্ধংসী! আর পরিবারে তিনি একেবারেই সাদামাটা একজন বাবা। যিনি তার কন্যাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে ভালোবাসেন। কথা হচ্ছে হলিউডের প্রখ্যাত অভিনেতা ও রেসলিং জগতের ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে নিয়ে। এই তারকা প্রায়ই তার ব্যক্তিজীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগাভাগি করে নেন অজস্র ভক্ত অনুরাগীর সঙ্গে।
গতকাল (১৯ জানুয়ারি) সকালে তেমনি একটি ভিডিও শেয়ার করেছেন ডোয়াইন। আর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত তার সেই ভিডিওটি দেখেছে ৩০ মিলিয়নের বেশি মানুষ। মন্তব্য এসেছে প্রায় ৫০ হাজার আর ভিডিওটি শেয়ার হয়েছে ৪২ হাজার।
কিন্তু কী এমন আছে এই ভিডিওতে, যা দেখার জন্য উন্মুখ হয়ে উঠেছেন নেটিজেন? যারা দেখেননি তাদের জন্য বলা, বডি বিল্ডার এই তারকা দুটি পিচ্চি মেয়ের হাতে পরাস্ত হয়েছেন!
আর সেই মেয়ে দুটি তারই নিজের সন্তান। পৃথিবীর চোখে তিনি ‘দ্য রক’ হলেও মেয়েদের চোখে যে তিনি নিতান্তই একজন সাধারণ বাবা সে কথাই প্রমাণ হয়েছে এই ভিডিওটিতে। বাবাকে তারা পিচ্চি দুটি বোন মনের মতো করে সাজিয়েছেন মেকাপ দিয়ে! আর তা দেখেই কেউ হয়েছেন অবাক, কেউ হেসে কুটি কুটি, কেউবা আবার ভালোবাসার ছোঁয়ায় সিক্ত।
ভিডিওর ক্যাপশনে ডোয়াইন জনসন লিখেছেন, ‘‘আমার দুটি ‘টর্নেডো’ দিয়ে কি শুরু হয়েছিল দেখুন। জ্যাজি এবং টিয়া জিজ্ঞাসা করেছিলো, ‘বাবা আমরা কি তোমার চোখের ওপর একটু আইস্যাডো লাগাতে পারি?’, এবং আমি বলছি, ‘হ্যাঁ, কিন্তু দ্রুত করে দাও কারণ আমাকে জিমে যেতে হবে’।’’
অনুমতি পেয়েই যেন মেয়ে দুটি নিজেদের সব ক্রিয়েটিটি দেখিয়েছে বাবার সারা মুখ, কপাল, ঘাড়, গলা এমনকি বাদ যায়নি চুলবিহীন মাথা পর্যন্ত! লিপস্টিক, আইস্যাডো, ব্লাসন সব কিছু দিয়ে বাবাকে তারা মনের মতো সাজিয়েছে।
এই কাণ্ডতে ডোয়াইন যে একটুও বিরক্ত নন, বরং তার মজাই লেগেছে তা জানিয়েছেন ফুট নোটে। তার ভাষ্য, ‘আমি জানি তারা সবসময় ছোট থাকবে না, বড় হলে বাবার সাথে আড্ডা দিতে পছন্দ করবে না, কিন্তু তারা সবসময় আমার বাচ্চা মেয়ে হয়েই থাকবে আমার কাছে। তাই আমি এখন তাদের সাথে যতোটা সময় কাটাতে পারি ততোই নিজেকে সার্থক মনে হয়।’
এদিকে সম্প্রতি ডোয়াইনের ক্যরিয়ারে একটি বিশেষ প্রাপ্তি যোগ হয়েছে। সে সম্পর্কে তিনি আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমার তিন মেয়ে থাকার পাশাপাশি আমার সামোয়ান হাই চিফ পদবী ‘হাই চিফ সিউলি’ আমার জীবনের অন্যতম সম্মান। আমি ২০ বছর আগে উচ্চপ্রধান মালেটোয়া টুনামাফিলি এবং আমাদের সামোয়ার লোকদের প্রতি একটি অঙ্গীকার করেছিলাম যে, আমি আমার ছেলেসুলভ পথকে পিছনে ফেলে কালো সংস্কৃতিকে সারা বিশ্বে নিয়ে যাবো সম্মান, গর্ব, উদারতা, নম্রতা এবং যোদ্ধা আত্মার সঙ্গে।’