নববধূর সাজে আলিয়া ভাট

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেদীর ডিজাইনার বীণা নাগডাকের সঙ্গে আলিয়া ভাট

মেহেদীর ডিজাইনার বীণা নাগডাকের সঙ্গে আলিয়া ভাট

রণবীর কাপুরের সঙ্গে কবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন আলিয়া ভাট? এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা চর্চা চলছে বলিউড মহলে। এর মধ্যেই পিচ রঙের লেহেঙ্গা, মাথায় ওড়না, কানে ঝুমকা, হাতে মেহেদী দিয়ে নববধূর সাজে দেখা গেলো আলিয়া ভাটকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন যেনো আরও জোরালো হয়।

গুঞ্জন জোরালো হবে না কেনো? কারণ বলিউডের এই সুন্দরীর হাতে মেহেদীর ডিজাইন ফুটিয়ে তুলেছেন সেলিব্রেটি মেহেদী শিল্পী বীণা নাগডাকে। তিনি দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা ও বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালসহ আরও বহু তারকার হাতে মেহেদী দিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মলদ্বীপ যাওয়ার আগে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে উপস্থিত হয়েছিলেন আলিয়া। শুট শেষে নিজের ভ্যানিটি ভ্যানে যাওয়ার সময় পাপারাজ্জিরা লেন্সবন্দি করেন আলিয়ার ‘নববধূ’র লুক।

আলিয়া-রণবীরকে দেখা যাবে অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। গত বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও হয়নি। কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন