প্রমিজ ডে’তে আমির কন্যার প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুপুর শিখার ও ইরা খান

নুপুর শিখার ও ইরা খান

ফিটনেস কোচ নুপুর শিখারের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ইরা খানের। দীর্ঘদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বলিউড মহলে। তবে নুপুর-ইরা কেউই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি।

গত ১১ ফেব্রুয়ারি ছিলো প্রমিজ ডে। সে দিনটিতেই ভালোবাসার সম্পর্কের এক মাস পূর্ণ করেছেন নুপুর-ইরা। সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আমির কন্যা।

বিজ্ঞাপন

নিজেদের আদুরে ছবি শেয়ার করে ইরা ক্যাপশনে লিখেছেন, “তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজে সম্মানিত বোধ করছি।” সেই সঙ্গে নুপুরকে নিজের ‘ড্রিমবয়’ বলে সম্বোধন করেছেন ইরা।

প্রেমের সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করেন না ইরা খান। কেননা মিশাল কৃপালানির সঙ্গে যখন ইরার মন দেওয়া-নেওয়া চলছিলো সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু দুর্ভাগ্যবশত দুই বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের ডিসেম্বরে সম্পর্কের ইতি টানেন ইরা-মিশাল। এরপর পরিচালনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইরা।