মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮

তথ্য গোপন করলে প্রতিযোগীকে ১০ লাখ টাকা জরিমানা

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

জেসিয়া ইসলামের মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন বিচারকরা।

জেসিয়া ইসলামের মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন বিচারকরা।

শুরু হয়ে গেলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’।

রোববার (১৬ সেপ্টেম্বর) থেকে এফডিসিতে শুরু হয়েছে অডিশন রাউন্ড।

আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ জানিয়েছে, এরইমধ্যে আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/16/1537091265894.jpg

জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট

বিজ্ঞাপন


গ্র্যান্ড ফিনালের মঞ্চে সেদিন চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের।

পরে চ্যাম্পিয়নকে নিয়ে বিচারকদের অনেকে আপত্তি জানান।

একই সময়ে এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে।

এরপর আয়োজক আর বিচারকদের মধ্যে চ্যাম্পিয়ন এভ্রিলকে নিয়ে অনেক জলঘোলা হয়।

পরে বিচারকদের সংবাদ সম্মেলন করে নতুন চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/16/1537092079660.jpg

এবার কেউ তথ্য গোপন করলে জরিমানা করা হবে তাকে।

অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন,

‘গতবার মিথ্যা তথ্য দেওয়ার কারণে বিভ্রান্তি ছড়িয়েছিল। এবার কেউ মিথ্যা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে আমরা ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখেছি। পাশাপাশি আমাদের টিম ও বিভিন্ন সংস্থার মাধ্যমে তথ্য যাচাই করছি।’

অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/16/1537091453094.jpg
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’র প্রতিযোগীরা

 

বাংলাদেশের চূড়ান্ত বিজয়ী আগামী ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন।

এবারের আয়োজনে বিচারক হিসেবে থাকছেন সংগীতশিল্পী শুভ্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী।

টেলিভিশন পার্টনার হিসেবে আছে দেশের প্রথম স্যাটেলাইট টিভি এটিএন বাংলা।