ফের হাসপাতালে চলচ্চিত্রের ‘মিয়া ভাই’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক

সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক

ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে।

সোমবার (৩১ আগস্ট) রাতে ঢাকাই ছবির জনপ্রিয় এই তারকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে ফারুক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় দুইবার তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগিটিভ আসে। এরপর কয়েক দিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন তিনি।

বাসায় ফেরার এক সপ্তাহ পরই আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় ফারুকের। এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন