‘স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: ইসি মাছউদ

জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা করছে কমিশন। তাদের লক্ষ্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

বুধবার (২২ জানুয়ারি) বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করে সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট উপহার দেওয়া কমিশনের অঙ্গীকার।

সভায় ইসি মাছউদ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন, যেন হালনাগাদ কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন হয়। ভুয়া ভোটার থাকলে তা প্রমাণ সাপেক্ষে বাতিল করতে বলেন তিনি। একইসঙ্গে সঠিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।