ঢাকা-৫: তিন প্রার্থীর ছাড়া নেই কারও এজেন্ট

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ডজন প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগেরই তিন প্রার্থী। প্রচার-প্রচারণায় আধিপত্য ছিলো নৌকা, ঈগল ও ট্রাক প্রতিকের প্রার্থীর। নির্বাচনের দিন ভোট কেন্দ্রেও দেখা গেছে একই চিত্র। কেন্দ্রের বুথগুলোতে এই তিন প্রার্থী ছাড়া অন্য কারও এজেন্ট দেখা যায়নি।

জানা যায়, যাত্রাবাড়ি-ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এবার এক ডজন সংসদ সদস্য প্রার্থী।

বিজ্ঞাপন

শুরু থেকেই হারুনর রশীদ মুন্না, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

এ আসনের বাকি প্রার্থীরা হলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) আবু জাফর মো. হাবিব উল্লাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশিন) এস এম লিটন, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) মো. আবু হানিফ হৃদয়, ইসলামী ঐক্যজোটের (মিনার) মো. আব্দুল কাইয়ুম, ন্যাশনাল পিপলস পার্টির (আম) মো. আরিফুর রহমান (সুমন মাস্টার), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) মো. নূরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) মো. মোশারফ হোসেন মিয়া, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. সাইফুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) সারোয়ার খান।