সুতোয় বিভক্ত দুই কেন্দ্র

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সায়েদাবাদ করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করাতিটোলা চান মিয়া সরদার মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র একই ভবনে। স্কুল দুটির মাঠও একই। তাই ভোট দিতে আসা ভোটারদের জন্য মাঠের মাঝখানে সুতো দিয়ে দুইভাগ করে সীমানা নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৫টি। অন্যদিকে চান মিয়া সরদার মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭টি বুথ রয়েছে।

বিজ্ঞাপন

সকাল থেকেই ভোট দিতে আসা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এই কেন্দ্রে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক।

এর আগে সকাল সাড়ে ৬টায় এই কেন্দ্রে দুইটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। যাতে অন্তর (২২) নামে এক আনসার ভিডিপি সদস্য আহত হন।