ভোট দিতে কোনরকম চাপ দেওয়া হচ্ছে না, কূটনীতিকদের সিইসি

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভোট দিতে কোনরকম চাপ দেওয়া হচ্ছে না, কূটনীতিকদের সিইসি

ভোট দিতে কোনরকম চাপ দেওয়া হচ্ছে না, কূটনীতিকদের সিইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট দিতে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

বিজ্ঞাপন

কূটনীতিকরা ভোটের জন্য কাউকে চাপ দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন? এর পক্ষে আমরা বলেছি, ভোট দিতে কাউকে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না। বরং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ প্রধান করা হচ্ছে।

সিইসি আরও জানান, দ্বাদশ নির্বাচনের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিজিবি, র‍্যাব, আনসার, সেনা ও নৌ বাহিনীসহ প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে এবং থাকবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

ভোট গ্রহণের জন্য প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছে। যারা ভোট গ্রহণ করবে। এ বিষয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা মনিটরের জন্য প্রায় ৩ হাজার ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না। 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। 

বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।