বরিশালে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ১২ বাইকে অগ্নিসংযোগ
ভোট এলো, এলো ভোটবরিশাল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর মিছিলে হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিছিলের ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামে এ ঘটনা ঘটে।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্তরা হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু অভিযোগ করে বলেন, আমার কর্মী-সমর্থকরা দুপুরে মরিচবুনিয়া থেকে মিছিল নিয়ে পৌর শহরের উদ্দেশে রওনা হয়। তখন আমার কর্মীদের ওপর গুলি করে, এলোপাতাড়ি পেটায় ও কোপায়। এতে আমার অন্তত ৩০ কর্মী আহত হয়েছে। হামলাকারীরা ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। এছাড়া চারটি বাইক ভাঙচুর করেছে।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, গুলির কোনো আলামত পাওয়া যায়নি। তবে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও চারটি ভাঙচুর অবস্থায় পেয়েছি। এ ঘটনায় ওসিকে দ্রুত মামলা করা ও জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।