নির্বাচন সুষ্ঠু করতে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, 'নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় মাঠে থাকবে।' 

সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুর নগরীর বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় আইজিপি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, 'কেউ যদি ভোটারদের কেন্দ্রে যেতে বা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।' 

এছাড়া তিনি বলেন, 'নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।' 

নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচন বিরোধী যে কোন প্রচেষ্টা নস্যাৎ করে দেয়ার মতো সামর্থ্য আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে বলেও জানান তিনি। 

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।