ভোটের দিন ইন্টারনেট স্লো থাকবে না: ইসি সচিব

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে। গতি স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

সোমবার (১ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

কতগুলো ভোটকেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।' 

ভোটের দিন ইন্টারনেট স্লো হবে কি-না এমনে প্রশ্নের জবাবে তিনি, 'আশা করি, না।' 

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'আমরা যেহেতু একটা দায়িত্ব নিয়ে বলছি, সুতরাং তা বলা আছে কি-না, এটা মুখ্য বিষয় হতে পারে না।'