আন্তর্জাতিক মহলকে দেখাতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি 

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে তা আন্তর্জাতিক মহলকে দেখাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

সোমবার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সিইসি বলেন, 'নির্বাচনকে হালকা করার সু্যোগ নেই। সবাইকে দায়িত্ব নিয়ে তা সুষ্ঠু ও সফল করতে হবে।' 

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন একক শক্তিতে নির্বাচন করতে পারে না। সবার সহযোগিতা নিয়ে নির্বাচন আয়োজন সফল করতে হবে।' 

বিজ্ঞাপন

প্রশিক্ষণ অনুষ্ঠানে ইসি সচিব জাহাংগীর আলমের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রে: (অব) জেনারেল মো. আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার।