বাবার অসমাপ্ত কাজ সমাপ্তের আশ্বাস হাজী সে‌লিম পুত্রের

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে বাবা সাবেক সংসদ সদস‌্য হাজী সেলিমের অসমাপ্ত কাজ শেষ করার আশাবাদ ব‌্যক্ত করেছেন ঢাকা-৭ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হাজী সেলিমের জ্যেষ্ঠপুত্র সোলায়মান সেলিম।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার পরে রাজধানীর আ‌জিমপুর এস্টেট জনকল‌্যাণ স‌মি‌তির সামনে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা জানান তিনি।

সোলায়মান সেলিম বলেন, 'আমাদের অত্র এলাকায় সকল সমস‌্যাগু‌লো বিবেচনা করে আমরা ই‌তিমধ্যে ইশতেহার জমা দিয়ে‌ছি। বাংলাদেশ আওয়ামী লী‌গ ‌যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রমগুলো করতে চাই সেটার সঙ্গে সমঝোতা রেখে আমরা আমাদের ই‌শতেহার জমা দিয়ে‌ছি।'

আমাদের ভোটারদের বি‌ভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ‌্য, অবকাঠা‌মো উন্নয়ন, শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে কাজগু‌লো আমার বাবা করে আস‌ছিলো সেগুলোর য‌দি কোন অসমাপ্ত কিছু থেকে থাকে তাহলে সেই কাজগু‌লো এবং তার যে শা‌ন্তির স্বপক্ষে মাদকের বিরুদ্ধে সংগ্রাম ছিল সেগু‌লো আমরা চলমান রাখবো। এছাড়া সকল বিষয় বিবেচনা করে সমাধানের মাধ‌্যমে আমরা পুরান ঢাকাকে নিয়ে নতুন এক‌টি স্বপ্ন দেখ‌বো।'

তি‌নি বলেন, 'সকল ক্ষেত্রে আমাদের কিছু উন্নয়ন দরকার আছে। আমাদের পুরান ঢাকায় যানজটের কিছু সমস‌্যা আছে, এই এলাকাতে অ‌গ্নিসংযোগের কিছু সমস‌্যা আছে এগুলোর জন‌্য আমা‌দের আওয়ামী লী‌গের নেতৃবৃন্দ যারা আছেন, সামাা‌জিক ক্রীড়া সংগঠন, ব‌্যবসা‌য়িক সংগঠন যারা আছে সবাইকে নিয়ে বসে আলাপের মাধ‌্যমে আমাদের ইশতেহারে যেগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করবো। সবার সঙ্গে আ‌লোচনা করে য‌দি সেই অনুযা‌য়ী কোন প‌রিকল্পনার প‌রিবর্তন আনতে হয় তাহলে আমরা প‌রিবর্তন এনে প‌রিকল্পনা বাস্তবায়নের মাধ‌্যমে সমস‌্যার সমাধান ক‌রবো।'

প্রসঙ্গত, এবারের নির্বাচনে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।