নির্বাচনী পোস্টারে সীমানা পরিধি ভুল, প্রার্থীকে জরিমানা

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা-২৪.কম,ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নিজ নির্বাচনী আসনের সীমানা পরিধি জানেন না ফেনী-২ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম।

প্রচার প্রচারণার ব্যানার পোস্টারে নিজ নির্বাচনী আসনের পরিধি ভুল লেখায় তাকে ৩ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে।

বিজ্ঞাপন

ফেনী-২ আসনের নির্বাচনী এলাকা শুধুমাত্র ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত হলেও ওই প্রার্থী তার প্রচার সামগ্রীতে লিখেছেন ফেনী সদর ও সোনাগাজীর একাংশের প্রার্থী তিনি। বিষয়টা নজরে আসলে শহর জুড়ে হাস্যরসের সৃষ্টি  হয়।

প্রশাসনের নজরে আসার পর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজ্জা শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে পোস্টার, ব্যানার ও পেস্টুনে বিভ্রান্তকর তথ্য দেয়ায় ফেনী-২ আসনের মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নুরুল ইসলামকে  ৩ হাজার টাকা জরিমানা করেন এবং একইসঙ্গে এ সকল পোস্টার, ব্যানার ও পেস্টুন প্রত্যাহারের আদেশ দেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণা আরও আগে থেকে শুরু হলেও ফেনী-২ আসনের মোমবাতি প্রতীকের প্রচারণা শুরু হয় শুক্রবার থেকে। এতে গতকাল ফেনী শহরের বিভিন্ন স্থানে সবার নজরে আসে মোমবাতি প্রতীকের ব্যানার, পেস্টুন ও পোস্টার।

এ বিষয়ে ফেনী জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ভুল নির্বাচনী এলাকা প্রচার করায় প্রার্থীকে জরিমানা করে সকল প্রচার সামগ্রী প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ফেনী-২ আসনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম বার্তা২৪'কে বলেন, ‘আসন সম্পর্কে শুরুতে আমার ধারণা ছিল না। আমার দলের ফেনী জেলা সেক্রেটারি কাজি নুরুল আলম সাহেব আমাকে বলেছিলেন ফেনী সদর ও সোনাগাজীর একাংশ নিয়ে সীমানা পরিধি। আমি সে অনুযায়ী পোস্টার, পেস্টুন ও ব্যানারে সীমানা পরিধি উল্লেখ করেছি। তিনি আমাকে বলেছিলেন এভাবে না লিখলে সোনাগাজীর ভোটারেরা কষ্ট পাবে। পরে বুঝতে পেরেছি তথ্যটি ভুল।’

জরিমানার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেট স্যারকে বলে এসেছি পোস্টার, ব্যানার ও পেস্টুনে সোনাগাজীর একাংশ শব্দ দুটি কালি দিয়ে মুছে দেব। পরিমাণ সম্পর্কে তিনি জানান, নির্বাচন উপলক্ষে তার মোমবাতি প্রতীকের ১ হাজার পোস্টার, ৩০০ ফেস্টুন ও ১০টি ব্যানার ঝুলিয়েছেন।

উল্লেখ্য, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ফেনী সদর উপজেলার ফরহাদনগর, ধলিয়া, লেমুয়া, ছনুয়া ও ফাজিলপুর ইউনিয়ন বাদে ৮টি ইউনিয়ন ও দাগনভুঞা উপজেলা নিয়ে ফেনী-২ সংসদীয় আসন ছিল। ২০০১ সালের পরে এই বিন্যাসটি পরিবর্তন করে পুরো ফেনী সদর উপজেলাকে নিয়ে ফেনী-২ আসন গঠন করা হয়। এ বিন্যাসেই ২০০৮ সাল থেকে ফেনী-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।