স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামছে ১১৫১ প্লাটুন বিজিবি

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ মাঠে নামছে বর্ডারে গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় নির্বাচন ২০২৪ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে বিজিবির ঢাকা সেক্টরের মোবাইল স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার জন্য উপস্থিত থাকবে।

এছাড়াও সারাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার করতে শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।