৭ জানুয়ারি ভোট দিয়ে নির্বাচনকে সার্থক করে তুলুন: সাকিব
ভোট এলো, এলো ভোটমাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, আমি আশা করছি আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোট দিয়ে নির্বাচনকে সার্থক করে তুলবেন।
বুধবার (২৭ ডিসেম্বর) ভায়না শান্তিবাগ মাঠে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি বিজয়ী হলে সবার কথা শুনব। সবার পাশে থেকে সম্মিলিতভাবে মাগুরাকে এমন একটি অবস্থানে নিয়ে যাবো যা দেশের মধ্যে মডেল হবে। আমার প্রাণ প্রিয় মাগুরার এই জনপদকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে।
মাগুরা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব চোপদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমরি ওসমান জেলা আওয়ামী লীগ নেতা মীর শহিদুল ইসলাম বাবু, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সব এলাকায় যেভাবে আমাকে সহযোগিতা করছে এটি অব্যাহত থাকলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে মাগুরা-১ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। পরে সাকিব আল হাসান শহরের ভায়না মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।