আমার প্রার্থিতা বাতিল হওয়ার সুযোগ নেই: বাহার

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাহাউদ্দীন বাহার বলেছেন, আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করেনি। আমার প্রার্থিতা বাতিল হওয়ার কোনো সুযোগ নাই।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে আচরণবিধি লঙ্ঘনে ইসির ব্যাখ্যার জবাব শেষে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুমিল্লায় নির্বাচনী জনসংযোগে একাত্তর টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা জেলার যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল।

আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার গত ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে ‘‘The Representation of People Order 1972' এর আর্টিকেল ৭৩ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি। পরে নির্বাচন ভবনে আচরণবিধি লঙ্ঘনে ইসির ব্যাখ্যার জবাব দিতে আসেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

বিজ্ঞাপন