ভোট যাকে খুশি দেবেন, তবুও ভোটকেন্দ্রে আসবেন: নিজাম হাজারী

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

‘ভোট যাকে খুশি দিবেন, তবুও ভোটকেন্দ্রে আসবেন’

‘ভোট যাকে খুশি দিবেন, তবুও ভোটকেন্দ্রে আসবেন’

ফেনী-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন- ‘আপনাদের যাকে খুশি তাকে ভোট দেবেন, তবুও নির্বাচনের দিন সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাকে ভোট না দিলেও আমার মনে কষ্ট থাকবেনা, ভোট না দিলেও আমি সবসময় অতীতের ন্যায় উন্নয়ন করে যাব।’

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফেনী সদরের ধলিয়া ও লেমুয়া ইউনিয়নের পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নিজাম হাজারী বলেন, ‘অনেকে মনে করতে পারে আমরা ভোট কেন্দ্রে গিয়ে কি করব, নিজাম হাজারী তো নির্বাচিত হয়ে যাবে। এটি ভুল ধারণা।আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, নিজের মূল্যবান ভোট যাকে খুশী তাকে দেবেন। কেউ যদি মনে করেন নিজাম হাজারীকে ভোট না দিলে তিনি মনে কষ্ট নিবেন, এটি ভুল ধারণা। আমাকে ভোট দিলেও অতীতের মতো পাশে পাবেন, ভোট না দিলেও পাশে পাবেন। আমাকে ভোট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি ভোট দিলেও উন্নয়ন করব, না দিলেও করব।’

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে আমি সকল দলের এমপি হব। কোনো দলের প্রতি বৈষম্য করতে আমি চাই না। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, অতি উৎসাহী কেউ জাল ভোট দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। ভোটারদের গাড়িতে করে ভোটকেন্দ্রে এনে আবার পৌঁছে দেয়া হবে। কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা করবেন না। আমি জালভোটের এমপি হতে চাইনা, আমি জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। নির্বাচিত হলে এলাকার অসম্পন্ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

‘ভোট যাকে খুশি দিবেন, তবুও ভোটকেন্দ্রে আসবেন’

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, সদর উপজেলার ১২ ইউনিয়নের গণসংযোগ এর ৩য় দিনে ধলিয়া ও লেমুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ছিল আজ। এলাকার সকল মানুষ দলমত নির্বিশেষে নিজাম হাজারীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সদর উপজেলায় যে উন্নয়ন করেছেন সেটি অব্যাহত রাখতে ভোটকেন্দ্রে এসে সকলকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সকালে ধলিয়া ইউনিয়নের পথসভায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি করিম উল্ল্যাহ বিকম, জেলা যুবলীগ সহসভাপতি জিয়াউল আলম মিস্টার,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সিসহ স্থানীয় কেন্দ্র প্রধান, ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। বিকালে লেমুয়া ইউনিয়নে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।