‘শিক্ষায় বাজেট বাড়ানোর চেয়ে ব্যয়ের বিষয়ে আলোচনা হওয়া উচিত’
শিক্ষাখাতে বাজেট বাড়ানোর চেয়ে যথাযথভাবে অর্থ ব্যয়ের বিষয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব আবদুস সালাম মিলনায়তনে পাঠ্যক্রম নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে বাজেট বাড়ানোর চেয়ে যথাযথভাবে বাজেট খরচ করার বিষয়ে আলোচনা হওয়া উচিত। বাজেট যথাযত ব্যবহারের ওপর জোর দিতে হবে। বাজেট বৃদ্ধির কথা আসলে সেটা হয় অবকাঠামো উন্নয়নের বিষয়ে। অবকাঠামো যা থাকুক, শিক্ষকের জীবনমান উন্নয়ন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ওপর জোর না দিলে শুধু বাজেট বাড়ালে হবে না।
আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমানে শিক্ষা খাতে যে বাজেট, তা ২০০৬ সালের সমগ্র বাংলাদেশের বাজেটের সমান। দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু পরিসংখ্যানের দিক থেকে সেটা হয়তো প্রতিফলিত হয় না। বাস্তবায়ন করতে গিয়ে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে।
পাঠ্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ২০১৭ সাল থেকে পাইলটিং শুরু হয়েছে। জ্ঞান নির্ভরতা থেকে কখনো বের হয়ে আসতে পারবো না। আমরা চেয়েছি জ্ঞানের প্রয়োগিক বিষয়কে গুরুত্ব দিতে। ব্যাকারণের ওপর জোর দিব, নাকি প্রায়োগিক বিষয়ে জোর দেব। দক্ষতা এবং মূল্যবোধ দুটোই গুরুত্বপূর্ণ। দেশের একটা শ্রেণি মূল্যবোধ প্রশ্নে তাদের নিজেদের ব্যাখা দিচ্ছে। এমন একটা ব্যবস্থায় তারা আছে, যেখানে জ্ঞানেরও আলোচনা নেই, দক্ষতারও আলোচনা নেই।
বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাকবিশিস'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, প্রেসিডেন্ট মেম্বার ড. আজিজুর রহমান, শিক্ষাবিদ মাহফুজা খানম, ব্রাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদ প্রমুখ।