পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই)। নতুন সময়সূচি অনুযায়ী বুধবার (৮ জুলাই) থেকে লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

বাংলাদেশে ব্যাংকের ব্যাংকিং সেবার সময় পরিবর্তন করে স্বাভাবিক সময়ে ফেরত আসার কারণে ডিএসই ও সিএসইর লেনদেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে ব্যাংকের ব্যাংকিং সেবার সময় পরিবর্তন করে স্বাভাবিক সময়ে ফেরত আসার কারণে ডিএসই ও সিএসইর লেনদেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল ৮ জুলাই থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এই সময়সূচি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।