পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নতুন সময়সূচি অনুযায়ী পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টায় শুরু হবে। শেষ হবে দুপুর ১টায়।

বিষয়টি নিশ্চিত করেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ।

বিজ্ঞাপন

লেনদেনের সময়সূচি পরিবর্তন হলেও অফিশিয়াল সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) থেকে ডিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। শেষ হবে দুপুর ১টায়। করোনা পরিস্থিতির কারণে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

একই কথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন উর রশিদ। বর্তমানে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।