পুঁজিবাজারে লেনদেন শুরু ৩১ মে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে শুরু হচ্ছে পুঁজিবাজারে লেনদেন।

দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লেনদেন চালুর বিষয়ে অনাপত্তি দেয়।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ আগামী রোববার (৩১ মে) থেকে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে অফিসিয়াল কার্যক্রম চালুর ঘোষণাও দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের কোম্পানি সচিব আসাদুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় স্টেকহোল্ডারদের এ কথা জানানো হয়েছে।