শুক্রবারেও ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামী ১৫ মে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভ্যাটের সার্কেল অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১০ মে) এনবিআর’র সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি ) মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী চলতি বছরের এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভ্যাট রির্টান দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেল সমূহ জুমার নামাজের বিরতি রেখে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে এনবিআর।

পাশাপাশি করোনা সংক্রান্ত সর্তকতা নিরাপত্তা সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের বলা হয়েছে।