করোনা আতঙ্কে আরও একদিন, কমেছে সূচক-লেনদেন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনার আতঙ্কের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে আরও একদিন মঙ্গলবার (২৪ মার্চ) লেনদেন হয়েছে। এদিন বিনিয়োগকারী শূন্য ছিলো ব্রোকারেজ হাউজগুলো। ফলে ক্রেতা-বিক্রেতা শূন্য দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে সোমবার কৌশলে সূচক বাড়ানোর পর মঙ্গলবার আবারো দরপতন হলো। এর আগের দিন রোববারও দরপতন হয়েছিলো।

বিজ্ঞাপন

ডিএসইর তথ্য মতে, দিনভর সূচক উঠানামার মধ্যদিয়ে ডিএসইতে লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৮ পয়েন্ট কমে ৩হাজার ৯৭৬ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক দশমকি ৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

তাতে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৫৪ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫৪ কোটি ৩০ লাখ ১৮ হাজার টাকা। মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টি র, কমেছে ৮৫টির আর অপবির্তিত রয়েছে ২৪২টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে প্রধান সূচক ১৯ পয়েন্ট কমে ১১ হাজার ২৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০৫টি কোম্পানির শেয়ারের। তাতে বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ৮১ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকা।