বৃহস্পতিবার বাণিজ্য মেলা শুরু হচ্ছে আড়াই ঘণ্টা পর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেলা শুরুর অপেক্ষা, ছবি: বার্তা২৪.কম

মেলা শুরুর অপেক্ষা, ছবি: বার্তা২৪.কম

প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও বৃহস্পতিবার খোলা হবে দুপুর সাড়ে ১২টায়।

মেলা সাময়িক বন্ধ থাকার কারণে দুঃখ প্রকাশ করে মেলা পরিচালনা কমিটির সদস্য ও আমদানি রপ্তানি ব্যুরোর উপ-পরিচালক আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এজন্য সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আড়াই ঘণ্টার জন্য মেলা বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুজিব বর্ষের দিন ও ক্ষণ গনণা অনুষ্ঠান উদযাপনের জন্য ১০ জানুয়ারি সারা দিন বন্ধ থাকবে বাণিজ্য মেলা। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলবে।