ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করতে সংস্কারের প্রয়োজন: সারাহ কুক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে সারাহ কুক

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে সারাহ কুক

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করতে কিছু ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক। 

মঙ্গলবার (২৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যবসার পরিবেশের উন্নতি করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগে বাংলাদেশের পাশে থাকবে ব্রিটিশ সরকার। বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতোমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে।

এ খাতের সংস্কার করতে আগে পুঁজিবাজার, ব্যাংকিংসহ আর্থিক খাত সংস্কার করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।